প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় জোটের আজকের হরতাল সফল করতে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ এম এ নুর খান, এডঃ শামছু মিয়া চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর লাভলী সুলতানা, বেগম নুরজাহান, মোঃ জাহেদুল, আহমেদ রিপন, মুর্শেদ আলম সাজন, শেখ মামুনুর রশিদ, আবু ছালেক, সোহেল এ চৌধুরী, এমদাদুল হক ইমরান, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, এডঃ গুলজার খান, নুরুল হক লিটন, অধ্যক্ষ ক্বারী মিজানুর রহমান চৌধুরী, সাইদুর রহমান কুটি, জি কে ঝলক, শাহেদ আলম রিপন, শাহ ফারুক আহমেদ, রমিজ আলী, জসিম উদ্দিন, শোয়েব আলী, সারাজ, হেলাল আহমেদ টিপু, রুমেল খান চৌধুরী, সাইফুল ইসলাম, সৈয়দ সোহাগ ও আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় বক্তারা আজকের হরতাল সফল করতে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।