আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রেশন আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খোরশেদ আহম্মদ খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অলিপুর ১নং গেইটে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের পানি হাতা গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খোরশেদ আহম্মদ খান গতকাল সকালে হবিগঞ্জ পুলিশ লাইন থেকে রেশন উঠিয়ে বেবী ট্রেক্সিযোগে মাধবপুর আসার সময় অলিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইট দিতে গিয়ে বেবী ট্রেক্সিটি রাস্তায় উল্টে যায়। এসময় খোরশেদ আহম্মদ গুরুতর আহত হয়। তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।