কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের আটঘরিয়া গ্রামে বিয়ে বাড়িতে মহিলাকে লক্ষ্য করে টিটকারী মশকারী করতে গিয়ে কনে বাড়ির লোকজনের পিটুনিতে আহত হয়েছে বর পক্ষের লোকজন। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই গ্রামে আব্দুর রহমানের কন্যা ফাহিমা আক্তার (২০) এর সাথে গতকাল শুক্রবার পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের তৈয়ব আলীর প্রবাসী পুত্র সেবুল ইসলামের সাথে। বিয়ে অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ হয়। বিকেলে নববধু নিয়ে জামাই পক্ষের লোকজন রওয়ানা দেবার সময় বর পক্ষের জনৈক ব্যক্তি কনে পক্ষের মহিলাকে লক্ষ্য করে টিটকারী মশকারী করে। এ নিয়ে কতা কাটাকাটির এক পর্যায়ে কনে বাড়ির লোকজনের হামলায় বর পক্ষের কয়েকজন আহত হয়। গুরুতর আহত সামসুল ইসলাম, আব্দুর রশিদ ও রাসেলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।