স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বিপিএম, পিপিএমকে সংবর্ধনা দিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার লষ্করপুরে এ অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সকাল ১১টায় শাহজালাল (রঃ) এর পুণ্য ভূমি সিলেট সফরে যাওয়ার পথে বাহুবল-লস্করপুর মহাসড়কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের আইজিপি “এ.কে.এম শহিদুল হক বি.পি.এম, পি.পি.এমকে মডেল থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র-এর কাছে জেলার প্রত্যেকটি থানার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ আহমেদ ও এসআই মমিনুল ইসলাম প্রমূখ।
নবনিযুক্ত আইজিপি একেএম শহিদুল হক সিলেট সফর শেষে আজ শনিবার সকালে বাহুবলের পুটিজুরীস্থ দি প্যালেস লাক্সারী রিসোর্টে সকালের নাস্তা শেষে ঢাকা ফিরে যাবেন বলে জানা গেছে।