স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় একটি যাত্রীবাহী মিনি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় তারা আরোও ২০ থেকে ২৫টি মাইক্রো বাস, সিএনজি, টমটম নসিমন ভাংচুর করে। এতে ১০ থেকে ১৫জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রাত সৌয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রাস্তায় গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে পড়ে যাত্রীরা।
খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নিয়ন্ত্রনে আনে এবং ভাংচুরকৃত গাড়ীগুলো রাস্তা থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।