স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের কৃষক দিলীপ সরকারের স্ত্রী ৩ পুত্র সন্তানের জননী জয়ন্তী সরকার (২২) ঔষধ ভেবে বিষ খেয়ে ছটপট করতে থাকলে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে।