বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সেবা প্রদান সম্পর্কে জনসচেনতা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনজিও ইউনিকেয়ার এর চেয়ারপার্সন মোঃ কামরুল হাসান কাজল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল কাদির ও বি-কেয়ার এর চেয়ারম্যান মনোয়ার হোসেন। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার বক্তৃতায় বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নি নির্বাপক গাড়ী নিয়ে আগুন নেভানোই দায়িত্ব কর্তব্য। বাস্তবে মহাগ্রাম বানিয়াচঙ্গের অধিকাংশ বাড়ি ঘরে অগ্নি নির্বাপক গাড়ি যাবার মত সুপ্রসস্থ রাস্তা নেই। জনগণের দায়িত্ব ও কর্তব্য হবে প্রত্যেকের বাড়ি ঘর পর্যন্ত সুপ্রসস্থ রাস্তা সংরক্ষণ করে সাবক্ষনিক প্রস্তুত রাখা। তিনি বানিয়াচং ফায়ার সার্ভিস এর ফোন ০৮৩২৪৫৬৪৪১ নম্বরটি মোবাইলে সেইভ করা এবং আগুন নেভাতে সঠিক তথ্য দেয়ার আহ্বান জানান। রাহ্ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি ছাদেকুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষিকা মিলন আক্তার, শিক্ষক আব্দুল মুকিত, হাবিবুর রহমান, জাকারিয়া আহমেদ, শিক্ষিকা সুহেদা আক্তার, আল আমিন, উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমূখ।