প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় তৃতীয় দিনের মত সর্বত্র অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালীন সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং বাজার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ-সংগঠনগুলো।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতিদ্বয় ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম নেতৃত্বে মহাসড়ক অবরোধে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আফজাল হোসেন, হাজী ফজলুর রহমান টেনু, মোহাম্মদ আলী মুসা, এডভোকেট আজিজুর রহমান, মোঃ আজম উদ্দিন, মোহাম্মদ নানু মিয়া, জামাল উদ্দিন, জহিরুল হক শরীফ, মুকিম চৌধুরী, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, শাহ জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া রায়হান, কিম্মত আলী, আলমপনা চৌধুরী মাসুদ, আক্কাস আলী, মীর দুলাল, সাইফুল ইসলাম রাজ, কামরুল তালুকদার, জামিউর রহমান জামু, মোস্তাফিজুর রহমান পলাশ, ইকবাল খান, আল আমিন, হারিছ মিয়া, গোলাপ মিয়া, সেলিম আহমেদ, শরিফুদ্দিন লিটন, মিজানুর রহমান সোহেল, মঞ্জুর উদ্দিন মঞ্জু, শাফি চৌধুরী, আজিম উদ্দিন, মোঃ মজিদ খান, মোঃ রেজভী আহমেদ রনি, মোঃ মামুন মিয়া, মোঃ তাহির মিয়া, জাবেদ মিয়া, আলতাব আলী, খাইরুল তালুকদার প্রমূখ।
সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন, অবরোধে হবিগঞ্জ-সিলেট মহাসড়কে লাগাতার অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করা হবে। কোন নির্যাতন-নিপীড়নই চলমান আন্দোলনকে ব্যাহত করতে পারবে না।