চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১২ জন প্রতিবন্ধির মধ্যে ১২টি হুইল চেয়ার এবং ও ২৫ জন শীতার্থী মানুষের মধ্যে ২৫টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর এ চেয়ার বিতরণ করনে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি উন্নয়ন কর্মকর্তা সৌমিত্র পাল চৌধুরী, কনসালটেন্ড জামালুল করিম প্রমুখ। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে এ চেয়ার বরাদ্ধ দেওয়া হয়।
এদিকে দুপুরে উপজেলার ২৫ জন শীতার্থ মানুষের মধ্যে ২৫টি কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাছান আলী প্রমুখ।