নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার সবুজবাগে শিক্ষক নিখিল সুত্রধরের আয়োজনে গত শুক্রবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্টান মালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দবাজারে প্রসাদ বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গেও সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারন সম্পাদক রশময় শীল, অর্থ সম্পাদক মিহির লাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, কাজল চন্দ্র আচার্য্য, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অশোক তরু দাশ, ব্যাংক কর্মকর্তা অমল চন্দ্র পাল, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক সজল কুমার দাশ, রাখাল চন্দ্র দাশ, দিপন চন্দ্র দাশ, জয়হরি দেব, যাদব সুত্রধর, নয়ন লাল গোপ প্রমূখ। অনুষ্টান শেষে সকলের মাঝে আনন্দবাজরে প্রসাদ বিতরন করা হয়।