প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ইতিহাসের ৬৭তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়দুর রহমান রাসেল। এতে বক্তব্য রাখেন- মোঃ টিটন মাহমুদ, মোঃ কামাল হোসেন, মমিনুর রহমান সজিব, মোশারফ হোসেন মজনু, মোঃ জহিরুল ইসলাম সেন্টু, শেখ আমির হামজা, শাকিল আহমেদ মামুন, রাসেল খান, মোস্তাফিজুর রহমান, দীপ্ত রায়, তানভীর আহমেদ সাদ্দাম, আহসানুল বাহার (সাজিন), মোঃ আনিসুর রহমান (টিটু), তুষার আলম আকন্দ, শিপু আহমেদ, সেতু দাস, রুবেল আহমেদ, মোঃ মিঠু মিয়া, মোঃ রুবেল মিয়া প্রমুখ। এর আগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া কেক কেটে ছাত্রলীগের ৬৭তম জন্মদিনের সূচনা করেন।