চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের পুত্র ছায়েদ আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থেকে রাত ৭টার দিকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ছায়েদ আলী’র বিরুদ্ধে দু’টি নারী শিশু মামলা ও ১২টি সি.আর মামলার পলাতক আসামী। সে এতদিন আত্মগোপনে ছিল।