স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী সমাজ সেবক শিকদার খান গত রবিবার রাত ২টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। সোমবার বাদ জোহর নাদামপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুম শিকদার খান নাদামপুর ও ইনাতগঞ্জের বহু শিক্ষা প্রতিষ্ঠানের দাতা ছিলেন এবং হবিগঞ্জ মডার্ণ ক্লাবকে একাধিকবার স্পন্সর করেন।