বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুরে আওয়ামীলীগ ও পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় ৭২৪ জন বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীকে আসামী করে দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক, পিয়াজু ও মিষ্টি বিক্রেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি’র কালো পতাকা মিছিলকে ঘিরে পুলিশ-আওয়ামীলীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে মিরপুরে একটি মিছিল বের করে বিএনপি’র নেতৃত্বাধিন ২০ দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে তারা মারমুখী হয়ে উঠে। এ অবস্থায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংখ্যায় কম হওয়ায় মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে পিছু হঠতে বাধ্য করে। বিকেল পৌণে ৫টায় বিশ্বরোডের টহলরত পুলিশ, বাহুবল থানা পুলিশ ও কামাইছড়া পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিলকারীদের উপর পাল্টা হামলা চালায়। ঘন্টাকাল ব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ২০ দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের বাহুবল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে মাধবপুর উপজেলার জুয়ালিয়াভাঙা গ্রামের আবু মিয়ার পুত্র গেদা মিয়া (২২) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বৃন্দাবনপুর গ্রামের আব্দুল কাদের ওরপে এলাইছ মিয়ার পুত্র খালেকুজ্জামান (২৯) কে আটক করে। ওই দিন রাতে অভিযান চালিয়ে পুলিশ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আবুল মিয়ার পুত্র ব্যবসায়ী তোতা মিয়া (৪৮) এবং একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র দৈনিক যুগান্তর প্রতিনিধি ও করাঙ্গী নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুম (২৯) কে গ্রেফতার করে। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দাবি, গ্রেফতারকৃত গেদা মিয়া মিরপুর বাজারে পিয়াজু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময়ও তিনি ব্যবসায়িক কাজে ছিলেন। গ্রেফতারকৃত খালেকুজ্জামান শ্রীমঙ্গল শহরের একজন মিষ্টি বিক্রেতা। তিনি ঘটনার দিন মিরপুর বাজারে পাওনা টাকা আদায় করতে এসেছিলেন। সাংবাদিক ছিদ্দিকুর রহমান মাসুম স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার হিসেবে ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। এছাড়া তোতা মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত গেদা মিয়া, তোতা মিয়া ও ছিদ্দিকুর রহমান মাসুমকে পুলিশ এসল্ট ও দ্রুত বিচার আইনের পৃথক দুটি মামলায় এবং খালেকুজ্জামানকে পুলিশ এসল্ট মামলায় আসামী করে আদালতে সোপর্দ করে। এর আগে বাহুবল মডেল থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩’শ জন এবং এসআই গৌরাঙ্গ কুমার বসু বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩’শ লোকের বিরুদ্ধে পৃথক পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।