স্টাফ রিপোর্টার ॥ জীবিত মাকে মৃত দেখিয়ে জাল দলিল ও মারধরের অভিযোগে আহাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আহাদ সদর উপজেলার পৈল গ্রামের মৃত জৈন উল্লার ছেলে। অভিযোগে জানা গেছে-কয়েক মাস আহাদ তার মা আলাবানুকে মৃত দেখিয়ে হাওরের জমি ও বাড়ি নিজের নামে ভুয়া দলিল করে নেয়। বিষয়টি জানার পর মা’র সাথে তার ঝগড়া হয়। এ নিয়ে গত ২৪ ডিসেম্বর মাকে সে মারধর করে। এ ব্যাপারে মা বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল সাড়ে ৪টার দিকে ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।