মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ সোমবার বিকেলে বিএনপির কালো পতকা মিছিল করার সময় শহরের জে কে হাই স্কুল পয়েন্টে গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় জেলা জামায়তের সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, জেলা ওমালাদলের যুগ্ম আহবায়ক মাওঃ মোস্তফা আল হাদি, উপজেলা যুবদলের সভাপতি এটি এম সালাম, সাধারন সম্পাদক সোহেল আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, যুগ্ম আহবায়ক এমাদুর রহমান লেবু, লেবু মিয়া, পৌর জামায়তের আমির সাদিকুল হক সাদিক, ছাত্রদল আহবায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদলের আহবায়ক আতাউর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক শেখ আবুল কাশেম, কলেজ ছাত্রদলের আহবায়ক ওলিউর রহমানসহ বেশীর ভাগ নেতাকর্মী রয়েছেন। নবীগঞ্জ থানার এস আই মোঃ করিম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয় আসামীদের মধ্যে মুজিবুর রহমান সেফু, ছাব্বির আহমেদ চৌধুরী, এটিএম সালাম, যুবরাজ গোপ, সাদিকুল হক সাদিক, আঃ মুকিত পাঠানের নির্দেশে আসামী ওলিউর রহমান, কামরুল আহমেদ, হারুনুর রশিদ, মোজাহিদুল ইসলাম ও আলামিন গংরা জে কে হাই স্কুল পয়েন্টে রাস্তায় দন্ডায়মান ২টি সিএনজি ভাংচুর করে জনমনে আতংক সৃষ্টি করে। তখন আশ পাশের লোকজন দোকান পাট ফেলে প্রাণ রক্ষাতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মোঃ আব্দুল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের মোকাবেলায় ভাংচুরকৃত গাড়ি দুটি থানায় নিয়ে যান। এবং ঘটনার সাথে জড়িত শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শেখ শিপন, সদরুল হাসান, আবুল কাশেম, শাহিদ আহমেদ তালুকদার ও শাহিদ মিয়াকে আটক করে। মামলা দায়েরের পর আসামী গা ঢাকা দিয়েছেন।