স্টাফ রিপোর্টার ॥ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামীলীগ জনগণের দল। তাই সাধারণ জনগণ এ দলের নেতাকর্মীদের কাছে বিভিন্ন আবদার নিয়ে আসে। বঙ্গবন্ধুর শিক্ষা অনুযায়ী আমি দিনরাত জনগণের সেবায় কাজ করছি। কারণ এই জনগণ যদি আমাকে ভোট না দিত তাহলে আমি আজ এমপি হতে পারতাম না। আমাদের দল ক্ষমতায় যেতে পারত না। তিনি বলেন, ইতোমধ্যে হবিগঞ্জ-লাখাইয়ে ব্যাপক উন্নয়ন করেছি। সরকারের এই সফলতাকে জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত নির্বাচনে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কঠোর পরিশ্রম করে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আরও বেশী পরিশ্রম করতে হবে। সম্প্রতি ৫৬ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জহুরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সালেক মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুখলিছুর রহমান মুখলিছ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহমান এমরান, নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জলফু মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, নূরুল ইসলাম, দিদারুল আলম, কাজল মিয়া ও ইছাক আলী সেবনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় মুরুব্বীরা।