স্টাফ রিপোর্টার ॥ প্রায় ৩ বছর ধরে শিশু জুয়েল তার পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। সম্প্রতি তাকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের এতিমখানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শায়েস্তাগঞ্জের এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে সে থাকত। শায়েস্তাগঞ্জ স্টোরের ওই ব্যবসায়ী প্রায় ৩ বছর পূর্বে শিশুটিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে পান। তখন থেকেই শিশুটি তার বাড়িতে ছিল। কিছুদিন পূর্বে শিশুটিকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ূম এতিমখানায় দিয়ে যান। শিশুটি তার বাবা-মা’র নাম মিজান ও জেসমিন, ভাই-বোনের নাম সোহেল, রাসেল, পান্না, ঝর্ণা, বর্ণা বলে জানায়। বাড়ি শুধু কুমিল্লা বলে। গ্রাম বা উপজেলার নাম বলতে পারে না। জুয়েলের বয়স আনুমানিক ৭ বছর।