প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন কমিটি পূনর্গঠনকল্পে গত ১লা জানুয়ারী বিকাল ২ ঘটিকায় পাঞ্জারাই জিকেওয়াই দাখিল মাদ্রাসা হলে মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান মেহমান চিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা আল ইসলাহের সহ সভাপতি আলহাজ্ব ক্বারী এম হাসান আলী, নির্বাচন পরিচালনা করেন উপজেলা সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী, বিশেষ মেহমান ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ক্বারী মোঃ আব্দুল মুকিত। সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মাওঃ আব্দুল বারীকে সভাপতি, ক্বারী বদরুল ইসলামকে সেক্রেটারী, মাওঃ আব্দুল ওয়াদুদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট করগাঁও ইউনিয়ন কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি কারী আব্দুল গফ্ফার, কারী মোঃ বাহাদুর আলী, সহ সাধারণ সম্পাদত হাফিজ ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক ক্বারী মুহিবুর রহমান, অর্থ সম্পাদক হাজী মহিবুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক শাহ ছনাওর আলী, অফিস সম্পাদক শেখ মোঃ সেলিম, সদস্য মোঃ আঃ হাদী, ক্বারী আঃ ওয়াকিব, মোঃ মেহেরুল বশর।