প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) র্যালী বাস্তবায়নে এক মত বিনিময় সভা গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ শহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ এর আহবায়ক আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নানের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাওঃ এম হাসান আলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ এর সদস্য সচিব আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী, সদস্য ক্বারী মাওলানা আব্দুল মুকিত, আলহাজ্ব ছহুল আমীন, সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী, সাবেক সহ সভাপতি মাওলানা এম. এ সবুর, উপজেলা তালামীযের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আদিল আল জাবের, পৌর তালামীযের সহ সাধারণ সম্পাদক শাহ জামাল, মোঃ মোবাশ্বির আহমদ, মাওঃ আব্দুস সালাম, আলহাজ্ব বাদশা মিয়া, ডাঃ এম. এ রেজা, মাওলানা আব্দুল বারি, মাওলানা ফিরোজ আহমদ, ক্বারী আনসার মিয়া, ক্বারী মিজানুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মোঃ হারুন মিয়া প্রমুখ। সভায় আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) র্যালী ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত র্যালী সফলে সর্বস্তরের রাসূল প্রেমীদের অংশ গ্রহনের আহ্বান জানানো হয়।