স্টাফ রিপোর্টার ॥ আড়ং আয়েশা আবেদ ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের উদ্যোগে বানিয়াচং আয়েশা আবেদ ফাউন্ডেশনে কর্মরত বিভিন্ন সেকশন ও সাব সেন্টারের শ্রমজীবি মহিলা কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ফাউন্ডেশন প্রাঙ্গণে ২শত ৫০ জন শ্রমজীবি মহিলা কর্মীর হাতে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল তুলে দেন হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার বানিয়াচং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। আয়েশা আবেদ ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন সেন্টার ম্যানেজার মোঃ সেলিম আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা বিশেষ পুরকায়স্থ, অফিসার মিজানুর রহমান, শংকর চন্দ্র গোপ, আলামিন, জ্যোৎস্নœা বেগম, পরিতোষ, বিপিএসপি সেকশন ইনচার্জ মোঃ মওদুদ মিয়া, পাপ্পু কুমার দেব, শাহানুর আলম, শেলী রানী দাস, জামিনা আক্তার, সুলতানা, ছালিকুর রহমান, ফরহাদ, সঞ্জয়, পার্থ কুমার দেব, সাহাব উদ্দিন, বিজয়, আক্তারুজ্জামান, রিপন। উল্লেখ্য, আড়ং আয়েশা আবেদ ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের উদ্যোগে সারা দেশে ১৩টি ফাউন্ডেশনে গরীব শ্রমজীবি মহিলা কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।