কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ধুলিয়াখাল বাইপাস সড়কে মাদক বহনকারী সিএনজি অটোরিক্সাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় সিএনজি তল্লাশী চালিয়ে বেগুনের বস্তার ভেতর থাকা ১০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ, হুইক্সি ও বটকাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। এছাড়া জয়ন্তিকা ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল বি-বাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার পশ্চিম সেজামুড়া গ্রামের রইছ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৩৫) ও একই গ্রামের নবী হোসেনের পুত্র মামুন ভূইয়া (৩০)। গতকাল সোমবার দুপুরে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এছাড়া ডিবি পুলিশ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে জয়ন্তিকা ট্রেনে অভিযান চালিয়ে বগির ভেতরে সিটের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায় উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত মাদক ব্যবসায়ীরা মুকুন্দপুর ভারতীয় সীমান্ত থেকে ৫টি বেগুনের বস্তায় করে উল্লেখিত পরিমাণ মাদক নিয়ে হবিগঞ্জ শহরে জনৈক মাদক ব্যবসায়ীর নিকট নিয়ে আসছিল।