স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির আজীবন সদস্য আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক, বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমদ চৌধুরী স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য এডঃ আলহাজ চৌধুরী আব্দুল হাই। অতিথি ছিলেন এডঃ সৈয়দ আফরোজ বখত, বৃন্দাবন কলেজ প্রিন্সিপাল বিজিত কুমার ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ প্রেসক্লাব সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ। হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় বক্তৃতা করেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, অধ্যক্ষ (অব:) ইকরামুল ওয়াদুদ, উপাধ্যক্ষ মোঃ হারুন মিয়া, উপাধ্যক্ষ (অব:) আব্দুল জাহের, প্রফেসর মোঃ আলী আকবর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আমির হোসাইন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নজরুল একাডেমী সভাপতি কবি তাহমিনা বেগম গিনী, রোজ বাংলাদেশের চেয়ারম্যান মোঃ হারুন রশিদ চৌধুরী, হাসিবুর রহমান চৌধুরী, সৈয়দ কামাল উদ্দিন, আব্দুল মুতালিব সমরাজ, মোঃ ফরিদ মিয়া, শফিকুর রহমান চৌধুরী ফারছু, নাগরিক কমিটির নেতা আমজাদ হোসেন চৌধুরী, শিক্ষক (অবঃ) মোঃ আবুল কালাম, সাংবাদিক অসিত কুমার চৌধুরী প্রমুখ।
বক্তাগন হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আমৃত্যু সাংবাদিকতার ক্ষেত্রে দেশ ও বিদেশে যে খ্যাতি অর্জন করেছেন এবং হবিগঞ্জের সার্বিক ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ করে তার আতœার মাগফিরাত কামনা করে মিলাদ মহফিলের আয়োজন করা হয়।