স্টাপ রিপোর্ট ॥ ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস হিসাবে সারা বাংলাদেশের ন্যায় লাখাই উপজেলায় পুলিশ বাধার মুখে লাখাই উপজেলায় বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস ও কালো পতাকা মিছিল পালন করা হয়। মিছিল শেষে কালাউক সড়ক বাজার মুড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলার বিএনপি’র সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল হক, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আগা, সহ-সভাপতি মোঃ হাবিব উল্লা বাহার, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আব্দুল মোত্তালিব খান, শান্ত মিয়া, রোকন উদ্দিন, খছরু মিয়া, গোলাপ, হান্নান, সামছুল আমল, যুবদলের সভাপতি শাহ আলম গোলাপ, আরিফ আমমেদ রূপন, তাউছ আহমেদ, আক্তার হোসেন, মাহমুদুল হাসান, রায়হান উদ্দিন, মাহবুবুর রহমান মালু, ফয়ছল, ছুরের রহমান, জামাল উদ্দিন, জিয়া, টেনু মিয়া, লিটন, আরজান, মানিক, আলমগীর, হাবিব, হুমায়ুন, আরিফ, মুসা, রহমত উল্লা, নয়াব, আজিজুল, আবু তাহের, বকুল, সুমন, শফিক, সুমন মিয়া, মইনূল, মোছাব্বির, মনির, শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চুু, শামছুদ্দিন, ফরিদ মেম্বার, তোফায়েল, কৃষকদলের সেক্রেটারী আব্দুর রউফ, আব্বাস মিয়া, সালাউদ্দিন, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক বশির আলম চৌধুরী, সবুজ মেম্বার, জাসাসের সভাপতি ডাঃ তোফাজ্জুল হক, আব্দুল্লাহ, মোঃ তাহের, মফিজুল, তাঁতীদলের আহ্বায়ক মোশারফ হোসেন, বাসার আহমেদ, থানা ছাত্র শিবিরের সভাপতি হাবিব, জাসাদের আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সালাউদ্দিন, ছাত্রদলের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আলী আহমেদ, রাসেল আহমেদ, লায়েছ, আঃ বাছির, আলামিন, সোহান চৌধুরী, শরীফ, সুহেল রানা, রাজীব, শামীম, হাবিব, দেলোয়ার, সুজন, আরজান প্রমুখ।