এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি উল্টে পারভীন বেগম (১৩) নামে গৃহপরিচারিকা কিশোরী নিহত হয়েছে। এ সময় চালকসহ আহত হয়েছে আরো ৬ জন। গতকাল শনিবার ভোরে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার ভাঙ্গারপুল নামক স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটে। নিহত পারভীন বেগম নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের শৈলারামপুর গ্রামের লিল মিয়ার কন্যা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৪টার দিকে সিএনজিটি (মৌলভীবাজার-থ-১১-৬৩৪) যাত্রী নিয়ে আউশকান্দি থেকে নবীগঞ্জে আসছিল। সিএনজিটি বাংলাবাজার ভাঙ্গারপুল নামক স্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এসময় সিএনজিটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৬জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে পারভীনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত সিএনজি চালক সিন্দাবাদ মিয়া (১৮) ও শেখ ছাব্বির (২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও কালাম (৩০), মন্নান মিয়া (৩৫), আছিয়া বেগম (৩৫) ও মোশাহিদ মিয়া (৩৪) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
নিহত পারভীনের পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকায় একটি বাসায় আয়ার কাজ করতো। শুক্রবার রাতে সে ঢাকা থেকে বোন জামাই একই গ্রামের আব্দুল ওয়াহিদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। গতকাল শনিবার ভোর ৪ টার দিকে আউশকান্দি নেমে বাড়ী ফিরতে গিয়ে পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।