বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের অভিযান ৩ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে বিএনপির সমাবেশে জি কে গউছ ॥ বাংলাদেশের পতাকার অবমাননা করলে মানুষ বরদাস্ত করবে না বানিয়াচঙ্গে গভীর রাতে দুটি দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিন কোরিয়ায় বৃত্তি এবং উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস নবীগঞ্জের কিশোর মোস্তাকিন হত্যার ১০ দিন অতিবাহিত হলেও আসামীরা অধরা তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে প্রশিক্ষন ও কৃষি উপকরন বিতরন করলেন যুবদল নেতা সালেহ আহমেদ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ফেনসিডিলসহ আটক ৭০ বছরের বৃদ্ধার চোখের নালী অপারেশন করিয়ে ইনার হুইল ক্লাব সদস্যদের মুখে তৃপ্তির হাসি নবীগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্টিত নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

২ দল দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে-এমপি মুনিম চৌধুী

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যার পর বার লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এডঃ জাবেদ আলী, ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, মাহমুদ চৌধুরী, আ.ক.ম. উস্তার তালুকদার, সহ-সাধারণ সম্পাদক শফি আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডঃ সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহাব, হাজী ফরিদ উদ্দিন, গাজী মিছবা উদ্দিন, কদর আলী মোল্লাহ, মোঃ মনির হোসেন, মুহিত চৌধুরী, শাহজাহান তালুকদার, মকসুদুজ্জামান খান, গৌরাঙ্গ চন্দ্র সরকার, হারুনুর রশিদ, এমরান আহমেদ, ওয়ারেন্ট অফিসার (অব) আবেদ খান, মোঃ ফরিদ মিয়া, আফরুজ আফগান তালুকদার, রজব আরী, মুরাদ আহমেদ প্রমুখ।
সভায় এমপি মুনিম চৌধুরী বাবু বলেন-আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে ক্ষমতা গ্রহণ করতে চায়। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির অবসান হবে। উন্নয়নের জোয়ার আবার বইতে শুরু করবে।  তিনি বলেন, দুই দল দেশ শাসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন-দেশে আজ গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিল। ৯০ এর পর থেকেই আওয়ামীলীগ ও বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টিকে ব্যবহার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com