নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামস্থ মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সে মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের উদ্যোগে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনীর নির্দেশনায় গতকাল সকালে টিউবয়েল স্থাপন উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, মোঃ শফিকুর রহমান, মাওঃ কামাল, হাফেজ সেলিম, হাজী ইলিয়াস মিয়া, আব্দুল কদ্দুছ প্রমুখ। উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এবং সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ টিউবওয়েল স্থাপন করা হয়।