নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আব্দা গ্রামে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত জিলু খাঁ (২০)কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন ও বাকী আহতদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, ওই গ্রামের প্রভাবশালী আমীর হোসেন’র ছেলে কিবরীয়া হোসেন ও একই গ্রামের ছালাম খাঁ’র পুত্র আবু তাহেরের সাথে খেলা করার সময় হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রভাবশালী আমীর হোসেন, আজিজুর রহমান ও সাইফুলের নেতৃত্বে একদল লোক রাস্তায় এসে প্রতিপক্ষের লোকদের উপর হামলা করলে উল্লেখিত লোকজন আহত হয়। অন্যান্য আহত খেলা বেগম (৩৫), আবু তাহের (১০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।