মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের কামালখানী সারংবাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সারংবাজার প্রাঙ্গণে ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট মুরুব্বীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কামালখানী ৫মহল্লার ছান সর্দার মোঃ বাচ্চু মিয়া। সভায় উপস্থিত সারংবাজার ব্যবসায়ীবৃন্দ সুষ্ঠুভাবে বাজারের কার্যক্রম পরিচালনার স্বার্থে সর্ব সম্মতিক্রমে কামালখানী মহল্লার সর্দার মোঃ আরজু মিয়া কে সভাপতি, মোঃ কবির মিয়াকে সহ-সভাপতি, মোঃ ফজলু মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ শহীদ মিয়াকে প্রচার সম্পাদক ও মোঃ মখলিছুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। উল্লেখ্য, সর্ব প্রথম সারংবাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়নকল্পে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।