প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ রহিম আলী, ধীরেন্দ্র চন্দ্র পাল নান্টু, বিধু ভুষন গোপ প্রমূখ। অতিথিবৃন্দ এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয়ের অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে শতভাগ সফলতা অর্জন করায় ভুয়সী প্রশংসা করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা পাল, হাসনা বেগম, অঞ্জলী রানী দাশসহ ছাত্র-ছাত্রীদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।