প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষাবর্ষ শুরুর দিনেই নতুন বইয়ের ঘ্রানে উদ্বেলিত ও উচ্ছাসিত হল মাধবপুর উপজেলার ছালেহাবাদ মুহিয়ূচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। গত ১ জানুয়ারী বৃহস্পতিবার ওই মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে পাঠ্য বই বিতরণ উৎসব ২০১৫ অনুষ্টিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রকিবুল হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন-পিটিএ কমিটির সভাপতি মোঃ জাহেদুল আলম, অভিভাবক সদস্য মোঃ উসমান আলী, মোঃ শাহাব উদ্দিন, আলহাজ্ব মোঃ আব্দুল শহিদ, মোঃ ফজুই মিয়া, মাদ্রাসার সহ-সুপার মাওলানা উসমান গণি। এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।