প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে চুনারুঘাট উপজেলা শহীদ মিনারে জমায়েত শেষে এক বিশাল মিলাদুন্নবী (স.) জুলুশ বের হয়। জুলুশটি ইয়া নবী সালামু আলাইকা ধ্বনীতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে মিলাদুন্নবী তাৎপর্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে ও উপজেলা যুবসেনার আহ্বায়ক মোঃ মোশাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মামুনুর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, আতাউর রহমান সরকার তৌফিক, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাবেক সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস. এম. সুলতান খান, ইসলামী ছাত্রসেনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কাউছার আহমদ রুবেল, সাবেক সভাপতি আব্দুল আজিজ ইকবাল, উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি হাফিজ আহমদ তালুকদার, আজিজুর রহমান সোহাগ, হাজী আব্দুল খালেক, মাওলানা কবির আহমদ, মোঃ রজব আলী, মোঃ আবু তাহের, মোঃ বিলাল মিয়া, মোদাচ্ছির রহমান সিরাজী, নূর ইসলাম আলতা, রহমত আলী, মোঃ জাহির মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুন্নীয়তের বিজয় নিশ্চিত করতে ইসলামী ফ্রন্টের পতাকা তলে সকলকে সমবেত হয়ে মান্নান-মতিনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।