স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রধান সড়ক সংলগ্ন পুরাতন হাসপাতাল এলাকায় ফিল্মি স্টাইলে প্রকাশ্যে দিবালোকে জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিকের বাসা। জানা যায়, বাসার সামনের একটি রাস্তা নিয়ে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে ওই এলাকার আব্দুস শহিদ বুলবুলের পুত্র জীবন ও বাধনের। এ নিয়ে বেশ কয়েকবার হয় সালিশ বৈঠক। প্রতিবারই সালিশ বৈঠকের বিচারকগণ চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে রাখার নির্দেশ দেন। কিন্তু কিছুদিন পূর্বে উল্লেখিত বিরোধের জের ধরে প্রতিপরে লোকদের হামলার শিকার হন সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক। এ ঘটনাটি নিষ্পত্তির লক্ষ্যে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের মধ্যস্থতায় প্রেসক্লাবে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোস্তফা রফিকের পা ছুঁয়ে ক্ষমা প্রার্থনা করে হামলাকারীরা। এ সময় পরবর্তীতে হামলাকারীরা এ ধরনের ঘটনায় জড়িত হলে ২৫ হাজার টাকা মুছলেকার সিদ্ধান্ত হয়। ওই সালিশে বিরোধীয় ভূমির বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল।
কিন্তু বিষয়টি সালিশে থাকা অবস্থায় গত বুধবার দুপুরে জীবন ও বাধনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে জায়গাটিতে টিনের বেঁড়া দেয়। এতে সমাচার সম্পাদকের বাসাটি অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বাসার মহিলারা বাধা দিলে এরা প্রাননাশের হুমকী দেয়। এ ঘটনার পর ওই দিনই হবিগঞ্জ প্রেসক্লাবে এক সভা পরবর্তী পদক্ষেপের জন্য ৪ সদস্যের এক কমিটি গঠিত হয়।