মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বানিয়াচং মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ্র’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে সভার প্রারম্ভে কোরআন তেলায়াত করেন ছাত্র ইমতিয়াজ সুলাতান, গীতা পাঠ করেন রাজেশ চন্দ্র সূর্য্য, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কাওছার শোকরানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, তানিয়া খানম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন খান, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোঃ শাজাহান মিয়া। পরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব এর শুভ আনুষ্ঠানিকতা ঘোষণা করেন এমপি আব্দুল মজিদ খান। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দ উৎসবে উল্লসিত হয়ে উঠে।