প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে লাখাই করাব গ্রামে দুই শতাধিক শীতার্র্ত লোকজনদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে করাব রাহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ম্যানেজার ইব্রাহিম আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ নাহিজ, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, প্রাইম ব্যাংকের গৌতম চন্দ্র দেবসহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।