মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে একটি বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউল্লাহ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরীর অভিযোগে চৌমুহনী বাজারের শাহনাজ বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া উপজেলার হরষপুর এলাকা থেকে অবৈধভাবে চালিত স’মিলের করাত জব্দ করে সীলগালা করে দিয়েছে।