নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আনোয়ার হোসেন মিঠু সভাপতি ও কিবরিয়া চৌধুরী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব ও মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্টিত সাধারন সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য আব্দুল কাইয়ুম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, ফখরুল ইসলাম চৌধুরী, সুবিনয় রায় বাপ্পি, সাবেক সাধারন সম্পাদক এম এ বাছিত, শাহ সুলতান আহমেদ, আবু তালেব, শাহ মিজানুর রহমান মিজান, কিবরিয়া চৌধুরী, শাহ মিলাদুর আবেদ, তছনু আহমেদ, বুলবুল আহমেদ, রুমেল আহমেদ প্রমুখ।
সভায় গঠিত নির্বাচন কমিশনের কাছে সভাপতি পদে আনোয়ার হোসেন মিঠু ও সাধারন সম্পাদক পদে কিবরিয়া চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সহ সভাপতি তোফাজ্জল হোসেন, তছনু আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী ,শাহ সুলতান আহমদ, আব্দুল কাইয়ুম আজাদ, এস আর চৌধুরী সেলিম, এম এ বাছিত, সুবিনয় রায় বাপ্পি, শাহ মিজানুর রহমান মিজান, শাহ মিলাদুর আবেদ, মোঃ আলমগীর মিয়া, রুমেল আহমেদ। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য হচ্ছেন আহমদ আবুল কালাম, এম গৌছুজ্জামান আহমেদ চৌধুরী, গোলাম রহমান লিমন, নলুফা ইয়াছমিন নিলু, ফজল আহমদ চৌধুরী, শাহ তজ্জমুল আলী নিলু, জহিরুল ইসলাম জোনাক, জায়েদ চৌধুরী, ইব্রাহিম আহমেদ, রাজন আহমদ বিধু, রুহুল আমিন, জালাল আহমেদ, রোদোয়ান আহমেদ, উজ্জল মিয়া, এম এ মুহিত ও শামীম আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মিজানুর রহমান এবং কমিশনারের দায়িত্ব পালন করেন এডভোকেট শাহ মিলাদুর আবেদ ও জহিরুল ইসলাম জোনাক।