প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং সভাপতি মোঃ জালাল উদ্দিন খাঁনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকে অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগ্যে বার সর্দার সোনা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। বিশেষ ছিলেন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা, উমেদনগর পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, বেনু মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা দাস, সহ-শিক্ষক অর্পনা চন্দ, শামীমা খাঁতুন, রুমা বণিক, দুলালী রায়, সোমা খানম, রূপা চক্রবর্তী। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জালাল উদ্দিন খাঁনের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি বক্তব্যে জালাল উদ্দিন বলেন, পল্লীবন্ধু এরশাদের অর্পিত দায়িত্ব পালন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।