মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিএনজি উল্টে রেজোয়ান উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আইনগাও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রেজোয়ান উদ্দিনের বাড়ি গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই রাতে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজিটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালকের কাছে বসা রেজোয়ান উদ্দিন ৬জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রেজোয়ানকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ঘটনায় অপর আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।