এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আদিত্যপুর গ্রামে লাগানো অগ্নিকান্ডে একটি ঘর ও ৬টি বনের লাইছ পুড়ে ছাই হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি রক্ষা পেয়েছে আরো অনেক পরিবার। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রামবাসী সুত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বিজয় রায়’র বাড়ির লাকড়ীর ছনের ঘরে, সঞ্জয় রায়, দীলন রায়, বরুন শীল, অবনী দাশ ও বীরেন্দ্র দাশের বাড়ির সংলগ্ন ৬টি বনের লাইছে একযোগে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। একযোগে ৬টি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনায় গ্রামবাসী জড়ো হয়ে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও একটি ঘর ও ৫টি বনের লাইছ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসী জরুরী বৈঠকে বসলে জনৈক ব্যক্তি খবর দেয় এই অগ্নিকান্ডের সাথে আদিত্যপুর গ্রামের মাদকসেবী খোরশেদ আলম জড়িত রয়েছে। সে পশ্চিম তিমিরপুর গ্রামের জাহির মিয়া ও রুবেল মিয়ার বাড়িতে এমননিভাবে বনের (ন্যাড়া) লাইছে অগ্নিকান্ডের সময় ধরা পড়ে। এ সময় বৈঠকের সামনে খোরশেদকে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আশেকুল ইসলাম ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাকে পুলিশের নিকট সোপর্দ করেন। এ সময় ধৃত খোরশেদ আলম আদিত্যপুর গ্রামের উল্লেখিত ৬টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে বলে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে। খোরশেদ জানায়, তার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা বা আয়-রোজগারের কোন ব্যবস্থা না থাকায় সে ক্ষোভে এ ঘটনাটি ঘটায়। গ্রামবাসীর দাবী খোরশেদ একটি বখাটে ও মাদকসেবী লোক। তার সাথে অন্যকোন লোকজন জড়িত হয়ে এমন ভয়াবহ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এ ঘটনার সাথে আরো জড়িত থাকতে পারে বলে গ্রামবাসী ধারণা করছেন। তারা একযোগে ৬টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে গ্রামের লোকজনকে সে দিকে ধাবিত করে মানুষের বাড়ি-ঘর লুটপাট বা চুরি করার চেষ্টা করেছিল। কিন্তু গ্রামবাসী সজাগ ও সচেতন থাকায় তারা সফল হয়নি। তবে গ্রামবাসী সাহসিকতার সহিত উক্ত অগ্নিকান্ড নিয়ন্ত্রন করতে না পারলে কমপক্ষে ২০/২৫টি পরিবার অগ্নিকান্ডের শিকার হতো। গ্রামের লোকজন উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এসআই আশেকুল ইসলাম জানান, ধৃত খোরশেদ উক্ত অগ্নিকান্ডের কথা স্বীকার করেছে। তবে তার সাথে আর কেউ জড়িত কিনা সে ব্যাপারে কিছু বলেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।