প্রেস বিজ্ঞপ্তি ॥ শতভাগ রপ্তানাী মুখী হবিগঞ্জের মাধবপুর উপজেলার সায়হাম নগর নয়াপাড়ায় অবস্থিত সায়হাম নীট কম্পোজিট লিমিটেড “সোস্যাল এন্ড এনভারমেন্টাল এক্সিলেন্স প্লাটিনাম এ্যাওয়ার্ড ” ২০১৪ ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে লাভ করেছে। গত ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জি আই জেড (জার্মান উন্নয়ন সংস্থা) ও বাংলাদেশ ব্রান্ড ফোরাম কর্তৃক আয়োজিত এক আরম্ভর পূর্ণ অনুষ্ঠানে সায়হাম নীট কম্পোজিট লিমিটেডকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য সায়হাম নীট কম্পোজিট লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ।