স্টাফ রির্পোটার ॥ বানিয়াচং উপজেলার শিকান্দপুর গ্রামে সেচ পাম্প স্থাপন নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বিধান দাশ (৬৫), শুভাস তালুকদার (৫২) কে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত বিনয় তালুকদার (৪৫), সুমন চৌধুরী (২৮), ও সুজন চৌধুরী (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় গতকাল সকাল ১০টার দিকে শিকান্দপুর গ্রামের বিনয় তালুকদার তার লোকজন নিয়ে বাড়ির পার্শ্বে হাওরে সেচ পাম্প স্থাপন করতে গেলে গোগরাপুর গ্রামের অলংগ রায় ও ঝন্টু রায়ের নেতৃত্বে ২০/২৫ জন লোক বিনয় তালুকদারের লোকজনের উপর হামলা চালায়। এতে ৫জন আহত।