প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মাঝে ফকিরাবাদ সাহেব বাড়ির পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে শীতবস্ত্র বিতরণকালে ৪ শতাধিক বিভিন্ন বয়সের গরীব-অসহায় নারী-পুরুষ শীত বস্ত্র গ্রহণ করে। এর আগে সৈয়দ জামাল উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে ও সৈয়দ মুশফিক আহমেদ-এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর মোঃ আবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার। সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোসলেহ উদ্দিন আবিদ, দেওয়ান মাসুম রায়হান চৌধুরী, সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, নুরুল হক তালুকদার, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন মানিক, সৈয়দ মিনহাজ উদ্দিন রিয়াদ, সৈয়দ তোফায়েল আহমদ সোহাগ, বর্তমান মেম্বার আব্দুর রউফ তালুকদার, মেম্বার আব্দুল কাদির, মীর মোঃ কাজল, মোঃ সোহেল মিয়া, আশ্বব আলী সর্দার, জলফু মিয়া সর্দার, বাবর আলী তালুকদার, মীর সাইফুদ্দিন ইকবাল, মোঃ আফজল মিয়া, হেলাল মোর্শেদ, মোঃ রাকিব হোসেন, মোঃ সাহেব আলী, মোঃ ছায়েদ আলী প্রমূখ।
বক্তাগণ ফকিরাবাদ সাহেব বাড়ির এই জনহিতকর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাগত জানিয়ে দেশ-বিদেশে বসবাসকারী এই পরিবারের সকলকে এ ধরণের জনহিতকর কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।