মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় দেশে বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় দেশে বিদুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি জোট সরকারের আমলে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট হয়েছে। তারেক রহমান বিদ্যুতের খাম্বা বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। তাদের লুটপাটের কারণে বিদ্যুতে বিপর্যয় নেমে এসেছিল। গত ৫ বছরে বিদ্যুতের ঘাটতি কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার সময় সাড়ে তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা ১১ হাজার মেঘাওয়াটে উন্নীত করেছে।
গতকাল বিকাল ৩টায় উদ্বোধন শেষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার রেজাউল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনাব আলী, দুদু মেম্বার, দুলাল, কাইয়ুম মাস্টার, নুর মিয়া, জাকি, নোমান, নানু মিয়া, নুর হোসেন, আছকির প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com