স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলনের আদালতে এক হাজার কোটি টাকার এ মানহানি মামলা দায়ের করেন।
১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী এক হাজার কোটি টাকা মানহানির অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক রশীদ আহমেদ মিলন তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। এছাড়া বিজ্ঞ বিচারক আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে বাদী পক্ষে সরকারি কৌসুলী (পিপি) এম আকবর হোসেন জিতু, চৌধুরী আবু বকর সিদ্দিকী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোসহ শতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন। বিবাদী পক্ষে শামছু মিয়া চৌধুরী, কামাল উদ্দিন সেলিম ও আব্দুল কাদির, এনামুল হক মোশাহিদসহ অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।