প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা তথ্য অফিসার মনির হোসেন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিএর সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। বক্তৃতা করেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, ব্যাংকার তবারক আলী লস্কর, মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, কবি তাহমিনা বেগম গিনি, হারুন চৌধুরী চুনু, শোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, ফারুক উদ্দিন চৌধুরী, রাশেদ আহমদ খান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শফিকুল আলম চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু।
বক্তাগণ বিভিন্ন সময়ে আন্দোলন বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তেফাকের গৌরবোজ্জল ভূমিকার কথা স্মরণ করে পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পত্রিকার সমৃদ্ধি ও প্রসার কামনা করেন। অনুষ্ঠানে পত্রিকার জেলা প্রতিনিধি ২৪ ডিসেম্বর প্রকাশিত দৈনিক ইত্তেফাকের বিশেষ সংখ্যা অতিথিবৃন্দের হাতে তুলে দেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর উপস্থিত সুধীবৃন্দকে আপ্যায়িত করা হয়।