নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবুকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় মাইজগাও ঈদগাহ প্রাঙ্গনে গণসংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি ইউপি জাতীয় পার্টির সভাপতি হাজী সুন্দর আলী। যুবনেতা আলমগীর হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য খলিলুর রহমান চৌধুরী দুদু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, চৌধুরী এম.এ এম স্বপন, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন মিয়া, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মনসুর আলম চৌধুরী, বাউসা যুব সমাজের সভাপতি বাছিদুর রহমান, সাধারণ সম্পাদক আলী হাছান লিটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, জাপা নেতা শহীদ চৌধুরী, আব্দুল গনি, যুবসংহতি নেতা রাইব উদ্দিন, হারুন মিয়া, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আজিজ মাষ্টার, লন্ডন প্রবাসী হাজী আজমান উদ্দিন, আব্দুল মালিক চৌধুরী, আব্দুল মতলিব, মছদ্দর আলী, আব্দুল ওয়াহিদ, আবুল কালাম, ফরিদ মিয়া, আব্দুল বারিক, আতাউর রহমান চৌধুরী, শাহ নুর মিয়া, তৈয়ব উল্লাহ, মিরাশ উল্লাহ, আব্দুল করিম, তালেব উদ্দিন, আব্দুল্লা মিয়া প্রমুখ। সভার শুরুতে লোকমান উদ্দিন মেম্বার, রহমত আলী, মতব্বির হোসেন, সদস্যা সামসুন্নাহার বেগম সহ স্থানীয় মুরুব্বীগণ প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবুকে ফুল দিয়ে বরণ করেন এবং বাউসা যুব সমাজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু মাইজগাঁও গ্রামের রাস্তা পাকা করণের প্রতিশ্র“তি এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।