স্টাফ রিপোর্টার ॥ জেলা ব্যাপি ৯টি থানা পুলিশের অভিযানে গত ১৫ দিনে মোট ৬৫০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশের অব্যাহত অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষন, হত্যা ও বিভিন্ন মামলার উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়। থানাওয়ারী গ্রেফতারকৃত আসামীর সংখ্যা হচ্ছে-চুনারুঘাট থানায় ১২৯জন, মাধবপুরে ৭৮ জন, বাহুবলে ১০৭, নবীগঞ্জে ১০৫, বানিয়াচংয়ে ৬৯, লাখাইয়ে ৪৯, আজমিরীগঞ্জে ৩৪ ও হবিগঞ্জ সদর থানায় ২২ জন। সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির হবিগঞ্জে যোগদানের পর থেকে পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।