স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে কাটুরা গ্রামে এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আবরু মিয়া ও তার প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুর ১২ টার দিকে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৬জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ মিয়া (২৬), রঙ্গু মিয়া (৩৫), খোকন মিয়া (২৫), রফিক মিয়া (৩০) ও আবরু মিয়া (৪৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।