স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার কাউন্সলর শেখ নুর হোসেনের মায়ের মৃত্যুতে মেয়র আলহাজ্ব জি কে গউছ শোক প্রকাশ করেছেন। তিনি গতকাল সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে কাউন্সিলর শেখ নূর হোসেনের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারমান জাহেনারা আক্তার বিউটি। তিনি মরহুমার আত্মার মাগফেরাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।